নড়াইলে ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

নড়াইলে ২০ জুন মধ্যরাত থেকে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 03:47 AM
Updated : 28 June 2021, 03:47 AM

রোবার জেলা কোভিড প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে কমিটির সভাপতি নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নড়াইল জেলার মহামারী পরিস্থিতির অবনতি হওয়ায় ২০ জুন রাত ১২টা থেকে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে স্থানীয় প্রশাসন।

রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিনিষেধের মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, রেস্তোরাঁ, মুদি দোকান, চায়ের দোকান বন্ধ থাকবে।

তবে কাঁচা বাজার, মাছের বাজার ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সাপ্তাহিক হাট/গরুর হাটও বসবে না।

জেলার ভেতরে অথবা আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। থ্রি-হুইলারসহ সব যানবাহন এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলের সময় অবশ্যই মাস্ক পরতে হবে।

জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ,গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এবং সরকার ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নড়াইলে এ পর্যন্ত ২ হাজার ৫২৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের সিভিল সার্জন নাসিমা আক্তার।