চায়ে ভেজাল দিতে মেশাচ্ছে ‘কয়লা’, ‘কাঠের গুঁড়া’

চায়ে ভেজাল হিসেবে কয়লা, পচা পাতা, কাঠের গুঁড়াসহ নানা ক্ষতিকর বস্তু মেশানোর অভিযোগ পাওয়া গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 06:07 PM
Updated : 27 June 2021, 06:07 PM

রোববার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে এমন ‘ভেজাল মেশানো’ ৫০০ কেজি চা উদ্ধার করেছে বিজিবি।

শ্রীমঙ্গল সেক্টরের নিয়ন্ত্রণাধীন ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, বিকালে হামিদপুরের প্রয়াত ছাবু মিয়ার ছেলে ভুট্টুমিয়ার বাড়িতে ও একই গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে সুহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ছোটো-বড়ো ২৪টি বস্তায় প্রায় ৫শত কেজি ভেজাল চা ও ২শত কেজি কাঠের গুঁড়া জব্দ করা হয়েছে।
তিনি বলেন, লাশের কাজে এই পাতা ব্যবহার করার জন্য তৈরি করলেও তারা মানুষের খাওয়ার জন্য বিক্রি করে আসছেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই বাড়ির সকল পুরুষ পালিয়ে যায়। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৫৫ বিজিবির অধিনায়ক মো. সামিউন্নবী চৌধুরী বলেন, পচা পাতা, চায়ের গুঁড়া, কয়লার গুঁড়াসহ বিভিন্ন ক্ষতিকর জিনিস মিশিয়ে পাতা তৈরি করে হকারের কাছে ও ঢাকায় কিছু অসাধু চা ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছে।

“অভিযানের সময় তারা জানায় যে ডেডবডিতে এই চা পাতা ব্যবহার হয়। কিন্তু এই পাতা মৃতদেহেরও উপযোগী না।”