নওগাঁয় কোভিড আক্রান্ত আরও ৭১, মারা গেছে একজন

করোনাভাইরাসে নওগাঁয় একদিনে আরও ৭১ জন আক্রান্ত হয়েছে; মারা গেছে একজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 05:40 PM
Updated : 27 June 2021, 05:40 PM

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া মহাদেবপুর উপজেলার জনতি গ্রামে ৫৩ বছর বয়সী এক নারী মারা গেছেন জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট ৭২ জন মারা গেছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৫৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৬৯ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ৬০৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৯ জন। আইসোলেশনে আছেন ৫০ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০.৮ শতাংশ।

করোনার সংক্রমণ  নিয়ন্ত্রণে জেলায় চলামান বিধিনিষেধ ২৩ জুন থেকে  আরও ৭ দিন বাড়িয়ে আগামী ৩০ জুন রাত ১২টা করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ।