কোভিড-১৯: চাঁপাইনবাগঞ্জে ৪ মৃত্যু, ‘কমছে শনাক্তের হার’

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2021, 10:08 AM
Updated : 26 June 2021, 10:08 AM

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান।

এ নিয়ে জেলায় মোট ১০২ জন মারা গেলেন জানিয়ে তিনি বলেন, তবে জেলায় সংক্রমণ কমে আসছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। এর আগের দিন ছিল ১২ দশমিক ৮০ শতাংশ। গত ১ জুন এই হার ছিল ৫৩ দশমিক ৯৯ শতাংশ।

টানা লকডাউনের ফলে সংক্রমণ কমছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান।

ইদুল ফিতরের পর সংক্রমণ বাড়তে থাকায় জেলা প্রশাসন গত ২৫ মে থেকে দুই দফায় ১৪ দিনের লকডাউন এবং ৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে।

সিভিল সার্জন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭২ শয্যার কোভিড ইউনিটে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৭২ জন। বর্তমানে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩১৯ জন।