ঝিনাইদহে কোভিডে আরও ১৭৯ আক্রান্ত, মৃত্যু ২

ঝিনাইদহে একদিনে আরও ১৭৯ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে; আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই জন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 04:30 PM
Updated : 25 June 2021, 04:30 PM

জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত চব্বিশ ঘণ্টায় ২৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৭৯ জনের পজিটিভ পাওয়া গেছে।

“আক্রান্তের হার শতকরা ৬১ ভাগ। এটি এখন পর্যন্ত জেলায় সর্বোচ্চ শনাক্তের হার।”

ডা. সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ও যশোর ল্যাব থেকে আসা করোনার টেস্ট রিটোর্টে এ তথ্য জানা গেছে। জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৯০।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, করোনা ওয়ার্ডে ৭১ জন রোগী ভর্তি আছেন। আরও বেড না বাড়ালে চিকিৎসা দেওয়া যাবে না।

তিনি বলেন, এখন গ্রাম থেকে বেশি রোগী আসছে; যাদের মধ্যে যুবক রোগীর সংখ্যা বেশি। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে।