কক্সবাজারে জমির বিরোধে হামলা, ১ জনকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে ‘ভাতিজার সঙ্গে জমির বিরোধের জেরে’ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুই জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 01:28 PM
Updated : 25 June 2021, 01:28 PM

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানিয়েছেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের দক্ষিণ মামুন পাড়ায় এই ঘটনা ঘটেছে।

নিহত নুরুল হক (৫০) খুরুশকূল ইউনিয়নের দক্ষিণ মামুন পাড়ার প্রয়াত কালা মিয়ার ছেলে।

এই ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে নেজাম উদ্দিন (১৫) ও প্রতিবেশী ছালামত উল্লাহ (৪৫)।

স্থানীয়দের বরাতে ওসি মুনীর-উল-গীয়াস বলেন, দক্ষিণ মামুন পাড়ায় বসত ভিটা নিয়ে নুরুল হকের সঙ্গে তার ভাতিজা বদরুল আলম ওরফে বদরু মিস্ত্রীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

"এ ঘটনায় ছুরিকাহত হয়ে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। "

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।

খুরুশকূল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বসতভিটার মালিকানা নিয়ে নুরুল হক ও তার ভাতিজা বদরুল আলমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার বিকালে একদল লোক নুরুল হকের ভোগদখলে থাকা বসতভিটা জবরদখলের উদ্দ্যেশ্যে হামলা চালায়। 

"এ সময় বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।" 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

আরএমও বলেন, " নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া চিকিৎসাধীন অন্য দুই জনের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।"

ওসি মুনীর-উল-গীয়াস জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।