রাজশাহীর কোভিড ইউনিটে সব রোগীর দরকার অক্সিজেন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন সব রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 10:54 AM
Updated : 25 June 2021, 10:54 AM

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শুক্রবার সকাল ৬টার তথ্য অনুযায়ী কোভিড ইউনিটে ৪২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাইকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে।

এখানে প্রতিদিন প্রায় আট হাজার লিটার অক্সিজেন লাগছে জানিয়ে তিনি বলেন, “অক্সিজেন সরবরাহ করা আমাদের চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ আরও নিরবচ্ছিন্ন রাখতে আরেকটি অক্সিজেন ভ্যাপোরাইজার লাইন লাগানো হয়েছে।”

হাসপাতালে ১৮৩টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৭২৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে জানিয়ে তিনি বলেন, আরও ২০০ সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে। একজন রোগীর অনেক অক্সিজেন লাগছে। এ জন্য অনেক সিলিন্ডার দরকার হচ্ছে। অক্সিজেনের জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে রোগী বেশি হলেও ব্যবস্থা করা যায়।

৬৯টি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সেবা প্রায় আইসিইউর সমতুল্য। বৃহস্পতিবার পর্যন্ত ২০টি আইসিইউ বেডের বিপরীতে আবেদন ছিল ৯০ জনের। ফলে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।