গাজীপুরে ‘ক্লিনিক খুলে চিকিৎসা দেওয়ায়’ নার্স কারাগারে

গাজীপুরে অবৈধভাবে ক্লিনিক খুলে চিকিৎসক সেজে রোগী দেখার অভিযোগে এক নার্সকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 05:37 PM
Updated : 24 June 2021, 05:37 PM

বৃহস্পতিবার গাজীপুর নগরের মিরের বাজার এলাকার এক বাসায় 'জনসেবা স্বাস্থ্য কেন্দ্র' নামের ক্লিনিকে রোগী দেখার অপরাধে তাকে এ সাজা দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

সাজাপ্রাপ্ত জাহানারা বেগম এক বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন। পরে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

তামান্না রহমান বলেন, দণ্ডিত জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মিরেরবাজার এলাকায় ভাড়া বাসার দুই রুমে 'জনসেবা স্বাস্থ্য কেন্দ্র' নামে একটি ক্লিনিক চালাচ্ছিলেন।

সেখানে তিনি ডাক্তার সেজে চিকিৎসা দিচ্ছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। টাকা দিতে অপারগ হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, ২৭ এপ্রিল সিভিল সার্জন অফিস থেকে চিঠি দিয়ে দণ্ডিতকে সতর্ক করা হয়েছিল। তখন প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র জমা না দেওয়া পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখতে বলা হয়।

“তিনি চিঠি প্রাপ্তির পর দুইদিন ক্লিনিকটি বন্ধ রাখেন। পরে ১ মে থেকে ক্লিনিকের রেজিস্ট্রারে শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়ার তথ্য পাওয়া গেছে।”

ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেন তিনি।

অভিযানে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি সহকারী সার্জন ডা. এসএম আহসান ফাহাদ এবং পুলিশের সদস্যরা সঙ্গে ছিলেন।