সাতক্ষীরায় শনাক্ত বাড়ল ১০%, ‘লকডাউন’ বাড়াল

সাতক্ষীরায় করোনাভাইরাসের আক্রান্ত শনাক্তের বৃদ্ধি এবং ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যুর পর ‘লকডাউনের’ সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে প্রশাসন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 12:57 PM
Updated : 24 June 2021, 12:57 PM

করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা শেষে বৃহস্পতিবার বিকালে টানা চতুর্থ সপ্তাহের জন্য এ ঘোষণার কথা জানান সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, করোনা প্রতিরোধ কমিটির সবার সম্মতিতে তৃতীয় সপ্তাহ শেষে চতুর্থ সপ্তাহের জন্য এক সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন।

এদিকে, এ জেলায় সংক্রমণের হার আগের দিনের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধির খবর দিলেন জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করো আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিনের সংক্রমণের হার ৩৭ দশমিক ২২ শতাংশ; যা আগের দিনের তুলনা প্রায় ১০ শতাংশ বেশি।

এর আগে মঙ্গলবার ৭৭ জন শনাক্ত হয়; সেদিনের হার ছিল ২৭ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নয় মৃতের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং শহরের এক বেসরকারি ক্লিনিকে একজন মারা গেছেন।

এ নিয়ে গত টানা তিনদিনে সাতক্ষীরায় শনাক্ত এবং উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হল বলেন তিনি।

মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আয়শা খাতুন (৫০), কয়লা গ্রামের শরীতউল্লাহর ছেলে হযরত আলী (৬৪), বোয়ালিয়া গ্রামের হোসেন আলীর ছেলে আজিজুর রহামন (৬০), কালিগঞ্জ উপজেলা সদরের রবিউল ইসলামের স্ত্রী মনিরা খাতুন (২৭), সাতক্ষীরা পৌরশহরের  বাগানবাড়ি এলাকার আবুল হোসেনের স্ত্রী মোমেনা খাতুন (৫৫), আমতলা এলাকার অহদুল কবিরের ছেলে ইকরামুল কবির (৬০), সদর উপজেলার হাজিপুর গ্রামের হোসেন আলীর ছেলে মোশরাফ হোসেন (৪৫) এবং দেবহাটা উপজেলার কড়া গ্রামের ইনফান উদ্দিনের ছেলে আব্দুল বারী (৬৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এ বলেন, মৃত আটজনেই করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্যতার কারণে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

এরা উপসর্গ নিয়ে গত ১৬ জুন থেকে ২৩ জুনের বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।