ভোলায় ধান রোপন নিয়ে সংঘর্ষে নিহত ১

ভোলায় চরে ধান রোপন করা নিয়ে দুটি পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছেন; বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 11:11 AM
Updated : 24 June 2021, 11:11 AM

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর গাজী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ওরফে কান্টু বেপারী (৪৫) পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগি গ্রামের মো. মফিজলের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা সাত জনকে ধরে পুলিশের সোর্পদ করেছে বলে জানিয়েছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদ শেখ।

প্রত‌্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, সকালে কান্টু ব‌্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপন করতে যান। এই সময় প্রতিপক্ষের লোকজন তাদের বাধা দিলে সংর্ঘষ বাধে।

“সংঘর্ষের মধ্যে এক পর্যায়ে কাণ্টু ব‌্যাপারী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।”

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফরিদ শেখ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এই সময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের সাত জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।