কোভিডে শেরপুরের এক ব্যবসায়ীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুরে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর কর্মীর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 04:14 PM
Updated : 23 June 2021, 04:14 PM

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান।

এ নিয়ে জেলায় এ রোগে ২০ জনের মৃত্যু হল।

মৃত মনিরুজ্জামান মনির (৪৩) শেরপুর শেরপুর টাউনের উত্তর নওহাটা মহল্লার বাসিন্দা এবং সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমানের ছেলে। পৌর নিউমার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। এছাড়া এক মানবাধিকার সংগঠনে জড়িত ছিলেন।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন জানান, গত ১৭ জুন মনিরুজ্জামানের কোভিড পজেটিভ আসে।

শ্বাসকষ্ট দেখা দিলে ১৯ জুন মনিরুজ্জামান জেলা সদর হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, বুধবার রাতে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানান, শুরু থেকে ২৩ জুন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০জন। এর মধ্যে এ জুন মাসেই ৫ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫০টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরমধ্যে শেরপুর সদর উপজেলায় ৩১ জন, নালিতাবাড়ী উপজেলায় ৪ জন, শ্রীবরদী উপজেলায় ২ জন, নকলা উপজেলায় ১ জন এবং ঝিনাইগাতী উপজেলায় ৪ জন রয়েছে।

“আক্রান্তের হার ২৮ শতাংশ” বলেন, সিভিল সার্জন।

বর্তমানে কোভিড-১৯  আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ৫৬ জন ভর্তি রয়েছেন।