নাটোরে দুইজনের মৃত্যু, শনাক্ত হার ৩৭ শতাংশ

নাটোরের আটটি পৌর এলাকায় ‘কঠোর’ বিধি নিষেধের প্রথম দিনে আরও ১০২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 03:57 PM
Updated : 23 June 2021, 03:57 PM

বুধবার করোনায় আরও দুই জন মারা গেছেন। আজ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।

জেলার সিভিল সার্জন কাজী মিজানুর রহান জানান, দুই জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৫ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ২৭৬টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের সংক্রমণ পাওয়া গেছে; যার শতকরা হার ৩৭ শতাংশ বলেন তিনি।

তিনি বলেন, “পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। তাই আইনকে ভয় করে নয়, নিজের ও পরিবারের সদস্যদের জীবনের কথা ভেবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। নইলে আপসোস করেও লাভ হবে না।”