মাদারীপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ: আহত শ্রমিক নেতার মৃত্যু

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে সংঘর্ষে আহত এক শ্রমিক লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 02:04 PM
Updated : 23 June 2021, 02:04 PM

মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান বলে শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানিয়েছেন।

প্রয়াত আবু বকর ফকির (৪৫) উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের খালেক ফকিরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।

ওসি মিরাজ হোসেন জানান, ইউপি নির্বাচনের আগে দিন রাতে মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুজন সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।  

“সংঘর্ষে মাদবরেরচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু বকর ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।”

ওসি বলেন, তাকে প্রথমে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরে ঢাকায় পাঠানো হয়। রাতে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনায় আবু বকরের ভাই কামাল ফকির ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।