গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব শুরু

নেত্রকোণায় গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়ানগালা’ শুরু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 12:29 PM
Updated : 23 June 2021, 12:29 PM

বুধবার দুপুরে দুই দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

ওয়ানগালা গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় ও কৃষি উৎসব। এটি মূলত দেব-দেবীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশের উৎসব।

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ জানান,

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বর্তমানে সাতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে আরও তিনটি নতুন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান ময়মনসিংহের হালুয়াঘাট, নওগাঁ এবং দিনাজপুরে নির্মাণ কাজ শেষ হয়েছে। এগুলোর জনবল কাঠামো নিয়ে কাজ চলছে।

নেত্রকোণায় দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ভার্চুয়াল এ উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ একাডেমিকে বছরব্যাপী কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন কবি মিঠুন রাকসাম। আলোচনা শেষে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।