বগুড়ায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজন মারা গেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 11:08 AM
Updated : 23 June 2021, 11:08 AM

বুধবার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুররহমান তুহীন জানান, গত ২৪ ঘণ্টায় কোভিডে এ চারজনের মৃত্যুসহ জেলার গত আটদিনে ২৮ জন প্রাণ হারিয়েছে এ ভাইরাসে।

প্রয়াতরা হলেন, বগুড়া সদরের পান্না (৫৫), খালিদ (৫২), শেরপুরের জয় খান (৫৫) এবং নওগাঁ জেলার আব্দুর রাজ্জাক।

পান্না ও খালিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং জয় ও আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

২৮ জন মৃতের মধ্যে বগুড়ার ১২ জন, নওগাঁর ৬ জন, জয়পুরহাটের ৮ জন এবং গাইবান্ধা ও নাটোর জেলার একজন করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এছাড়া জেলায় মোট মৃত্যু ৩৫৭ জনে ঠেকেছে।

ডা. মোস্তফিজুর আরও জানান, এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৩ হাজার ৫৪ জন এবং যার মধ্যে সুস্থ হয়েছে ১২ হাজার ২৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪২৪ জন।