বরগুনায় ‘বাবার হাতে’ ছেলে নিহত

বরগুনার আমতলী উপজেলায় মাকে বাচাতে গিয়ে বাবার হাতে ছেলে নিহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 10:17 AM
Updated : 23 June 2021, 10:45 AM

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, বুধবার বেলা ১১টার দিকে তালতলী শহরের টিএনটি সড়কে  এ ঘটনা ঘটে।

নিহত মো. সুমন (১৪) ওই এলাকার আসাদুল খাঁনের ছেলে এবং তালতলী সরকারী মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। 

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠনো হয়েছে। ঘটনার পর থেকে তার  বাবা পলালক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, আসাদুল খাঁনের সঙ্গে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই বিরোধ হতো। বুধবার বেলা ১১টার দিকে তারা বাক বিতণ্ডায় জড়িয়ে পরে। এ সময় সুমন বাড়িতে ছিল না।

“পরে সুমন প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে দেখে তার বাবা মাকে ধারলো অস্ত্র দিয়ে কোপাতে উদ্ধত হয়। এ সময় ছেলে বাবাকে ফেরাতে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। ওই সময় ধারালো অস্ত্রের আঘাত সেলিনা বেগমের শরীরে না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহুর্তের মধ্যেই সুমন মাটিয়ে লুটিয়ে পড়ে।”

তিনি বলেন, তাৎক্ষণিকভবে আসাদুল ও স্থানীয়রা সুমনকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। পরে হাসাপাতালের চিকিৎসকেরা বরিশাল হাসপাতালে নিয়ে যায়। পরে ছেলের শারীরিক অবস্থা খারাপ দেখে আসাদুলকে আমতলী হাসপাতালে নিয়ে যায়।

“ওই হাসপাতালে ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন।”

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, সুমনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এ বিষয়ে ছেলেটির মা সেলিনা বেগম বলেন, “আমার স্বামী প্রায়ই আমাকে তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করত। আমাকে রক্ষা করতে গিয়েই আমার ছেলে খুন হয়েছে।”

এ ঘটনায় আসাদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।