অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ৩২ বছরে

জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামি প্রায় ৩২ বছর পর ধরা পড়েছেন।

জয়পুরহাট প্রতনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 04:51 PM
Updated : 22 June 2021, 04:51 PM

মঙ্গলবার সকালে কালাই থানা পুলিশ বগুড়ার শাজাহানপুর উপজেলার  জালশুকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

দণ্ডিত আব্দুল মতিন মন্ডল (৬০) কালাই উপজেলার ইটাইল গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে।

জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, শিশু অপহরণ মামলায় ১৯৮৯ সালের জুলাই মাসে জেলা ও দায়রা জজ আদালত শিশু অপহরণ মামলায় আব্দুল মতিন মন্ডলকে সাত বছররে কারাদণ্ড দেন। এরপর থেকে মতিন পলাতক ছিলেন।

“তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে বগুড়ার জালশুকা গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।”