ঝিনাইদহে কোভিডে ৩ ঘণ্টার ব্যবধানে স্ত্রী-স্বামীর মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর স্বামীও মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 03:08 PM
Updated : 22 June 2021, 03:08 PM

মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে এ দম্পতি মারা যান।

প্রয়াতরা হলেন, ওই গ্রামের রাহেলা খাতুন (৫০) এবং তার স্বামী নুর ইসলাম (৬০)।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, ১০ দিন আগে এ দম্পতির উপসর্গ দেখা দেয়। তাদের মেয়ের ও এ রোগের উপসর্গ ছিল। পরিবারটি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিল।

মঙ্গলবার এ দম্পতির অবস্থার অবনতি হয়। মুর্মূষু অবস্থা তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সকাল ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার রাহেলা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নুর ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১১টায় তিনি মারা যান।

“মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে।”

তাদের মেয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।