জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

জয়পুরহাটের পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 02:46 PM
Updated : 22 June 2021, 02:46 PM

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ওই স্কুলেল দপ্তরি কাম নৈশ্যপ্রহরী মেহেদী হাসান (২৫) এবং বালিঘাটা ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন (৩৫)।

এ মামলার অপর আসামি পাঁচবিবি উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আলীমুজ্জামান বাবুল (৪৫) পলাতক রয়েছেন।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলা করেন। রাতেই নৈশ প্রহরী ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

“বাকি আসামিকে গ্রেপ্তার করতে চেষ্টা চালানো হচ্ছে।”

ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে পরীক্ষার প্রশ্নপত্র নিতে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রী যায়। এ সময় বাড়িতে মেহেদীর মা-বাবা না থাকায় ওই ছাত্রীকে বাড়ির পাশের এক ঘরে নিয়ে ধর্ষণ করেন।

বাড়ি ফিরে ওই ছাত্রী বিষয়টি জানালে তার মা-বাবা স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি জানায়।

এদিকে ধর্ষণের ঘটনাটি অর্থের বিনিময়ে আপোশ করে ধামাচাপা দেওয়াসহ মেয়ের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন এবং উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক আলীমুজ্জামান বাবুল।

এ ঘটনায় গত সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন।