যশোরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের, শনাক্ত ২৫৩

যশোরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দশজন মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ২৫৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 08:57 AM
Updated : 22 June 2021, 08:57 AM

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানান, মৃতদের মধ্যে ছয়জন কোভিড আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া যশোর জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে ৮৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৬৫ জন ভর্তি আছেন।

এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় যশোরে ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৮ শতাংশ বলে বলে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ জানিয়েছেন।

যশোরে করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাস প্রতিরোধে গঠিত যশোর জেলা কমিটির মিডিয়া সেল থেকে মঙ্গলবার জেলার সার্বিক পরিস্থিতি উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো .সায়েমুজ্জামান উল্লেখ করেন, গত ১৫ দিনে যশোরে মোট ২ হাজার ২৭৮ জন কোভিড রোগী  শনাক্ত হয়েছে। এ সময়ে শেষ ১৫ দিনে গড়ে আক্রান্তের হার প্রায় ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

অথচ গত ৫ জুনের আগের ১৫ দিনে শনাক্তের হার ২২ শতাংশ ছিল। গত ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭ জন। গত পনের দিনে মারা গেছে ২৯ জন।

এছাড়া ভারত ফেরত যাত্রীদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে পরীক্ষা করে এ পর্যন্ত ৬৬ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

সায়েমুজ্জামান বলেন, যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কোভিড রোগীদের ৮০ শয্যার রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে। রেড জোনে ৮০ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছেন ৯২ জন।

হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি কোভিড রোগীদের জন্য ইয়েলো জোনে ২২ শয্যা রয়েছে। এ জোনে ২২ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। রেড জোন ও ইয়োলো জোন মিলিয়ে ১০২ টি শয্যার বিপরীতে ১৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে এ মুহূর্তে প্রতিটি সিলিন্ডারে ৬ হাজার ৮০০ লিটার অক্সিজেন ধারণ ক্ষমতার ৪৮টি সিলিন্ডার মজুদ আছে।

তাছাড়া হাসপাতালে তিনটি ভেন্টিলেটর চালু রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।