কোভিড: সাতক্ষীরায় একদিনে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 06:28 AM
Updated : 22 June 2021, 06:28 AM

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, মৃতদের মধ্যে একজন আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬২ জন আর উপসর্গ নিয়ে অন্তত ২৮২ জন মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে শেষে ৮৬ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ৭৬ শতাংশ বলে ডা. শাফায়াত জানিয়েছেন।

অপরদিকে জেলায় চলমান লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই সাধারণ মানুষের মাঝে। লকডাউনের বিধিনিষেধের মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের হাটবাজার গুলোতে মানুষের ভিড় করছে।

সিভিল সার্জন বলেন, “সাধারণ মানুষ কিছুতেই স্বাস্থ্যবিধি মানছে না। এমন পরিস্থিতিতে লকডাউন আরও জোরদার করতে হবে।”