মাদারীপুরে দলের প্রতীক ছাড়া নির্বাচনে জিতলেন যারা

মাদারীপুরের শিবচর উপজেলার ১৩ ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 06:43 PM
Updated : 21 June 2021, 07:04 PM

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজয়ী ১৩ প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, সারা দেশের মধ্যে শুধু শিবচরে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা না করায় বিএনপিসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের অংশ নিতে দেখা গেছে।

শিবচর উপজেলার প্রথম ধাপে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীরা হলেন, কুতুবপুর ইউনিয়নে আতিকুর রহমান মাদবর, কাদিরপুরে জাহাঙ্গীর হোসেন, দ্বিতীয়খণ ইউনিয়নে পুষ্প তালুকদার, শিবচর ইউনিয়নে বাবুল ফকির, পাঁচ্চর ইউনিয়নে হাজী দেলোয়ার হাওলাদার, মাদবরচর ইউনিয়নে ফজলুল হক মুন্সি, বাঁশকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান খোকন, ভান্ডারিকান্দি ইউনিয়নে কালাম চোকদার, দত্তপাড়া ইউনিয়নে মুরাদ মিয়া, শিরুয়াইল ইউনিয়নে সুরাব উদ্দিন মাতুব্বর, নিলখী ইউনিয়নে মিজান শিকদার, বহেরাতলা উত্তর ইউনিয়নে জাকির হোসেন হায়দার, বহে এবং রাতলা দক্ষিণ ইউনিয়নে আবদুল বারী উকিল।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত কাদিরপুর ইউনিয়নে ইভিএম‘র মাধ্যমে এবং বাকিগুলোয় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।