ইউপি নির্বাচন: বরিশালে বোমার আঘাতে আরেক জনের মৃত্যু

বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্য প্রার্থীর মিছিলে বোমা হামলায় একজন নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 03:51 PM
Updated : 21 June 2021, 04:16 PM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ হামলা হয়ে।

নিহত আবু বক্কর ফকির (২৫) খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থক ছিলেন।

এর আগে দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে একজন সিহত হয়েছিলেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

“ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

প্রত্যক্ষদর্শী আলী আহম্মেদ নামে এক ব্যক্তি জানান, খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে গিয়াস উদ্দিন মৃধাকে সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় তার সমর্থকরা বিজয় মিছিল নিয়ে রাস্তায় বের হলে আকস্মিক বোমা হামলা চালানো হয়।

“বোমার আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আবু বক্কর। আহত অবস্থায় ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

হতাহতের এ ঘটনা পুলিশ নিশ্চিত করেছে।

ইউপি নির্বাচনে সহিংসতা: বরিশালেও একজন নিহত এর আগে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমার বিস্ফোরণে এক বৃদ্ধ নিহত হন। বোমা বিস্ফোরণ ও সংঘর্ষে আহত পাঁচ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।