সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে ছেলেও মরলেন

সাতক্ষীরায় কাপড় নাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ছেলেও।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:54 PM
Updated : 21 June 2021, 02:54 PM

সোমবার বিকেল ৪টার দিকে কালিগঞ্জ উপজেলায় তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে মা-ছেলের  মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া কলারোয়া উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ মারা গেছেন।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার বয়েরা গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) এবং তার ছেলে রোকন সরদার (৪২)। অপর জন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ভিখালী গ্রামের আবু তালেব মিস্ত্রীর ছেলে জাহিদুল ইসলাম (২২)।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ভেজা কাপড় রোদে দিচ্ছিলেন মরিয়ম বেগম। এ সময় বাড়ির বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ।

“সঙ্গে সঙ্গে তিন ছেলে মাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় মায়ের সঙ্গে ছেলে রোকন সরদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অন্য দুই ছেলে সেলিম সরদার ও কালাম সরদার আহত হয়েছেন।”

এদিকে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, সকালে ভিখালী গ্রামে আম পাড়তে যান জাহিদুল ইসলাম (২২)।  আম পাড়ার সময় গাছের পাশে থাকা বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ তরুণের মৃত্যু হয়।

উভয় ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।