নড়াইলে হাসপাতালে ছাদের খসে পড়া প্লাস্টারে চিকিৎসক আহত

নড়াইল সদর হাসপাতালের ছাদ থেকে খসে পড়া প্লাস্টারে আহত হয়েছেন এক চিকিৎসক।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:04 PM
Updated : 21 June 2021, 03:01 PM

সোমবার এ ঘটনায় আহত চিকিৎসক মাথায় আঘাত পেয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চিকিৎসক ডা. সুতপা সাহা এ হাসপাতালের এএনসি ও পি এনসি (গাইনি) বিভাগে কর্মরত মেডিকেল অফিসার।

ডা. সুতপা সাহা জানান, হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে তার ১১০ নম্বর কক্ষে আউটডোরের গাইনি রোগী দেখছিলেন। হটাৎ ছাদ থেকে খসে পড়া এক খণ্ড পলেস্তারায় তার মাথা কেটে যায়।

হঠাৎ মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায়ি তিনি মাটিতে পড়ে যান। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে তার মাথায় সেলাই দেওয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু বলেন, নড়াইল সদর হাসপাতাল বর্তমান ভবনটি ১৯৮৫ সালে নির্মিত। পুরোনো হওয়ায় মাঝে মধ্যে পলেস্তারা খসে খসে পড়ে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকেও বিভিন্ন সময় জানানো হয়েছে।

আহত সুতপার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেন তিনি।