পাবনায় দুই শিশুর খালে ডুবে মৃত্যু

পাবনায় খালের পানিতে খেলতে গিয়ে ১৩ বছর বয়সী দুই শিশুর ডুবে মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 01:26 PM
Updated : 21 June 2021, 01:26 PM

সোমবার বেলা ২টার দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হল, মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) এবং জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)।

স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন জানান, এদিন দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানিতে লাফ দেওয়া খেলছিল। হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। অপর শিশু তাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে সেও ডুবে যায়। এ অবস্থা দেখে খালের পাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করে।

স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের ‘১০ ফুট গভীর’ পানির মধ্যে নেমে তল্লাশি শুরু করে। ঘটনার দুই ঘণ্টা পর দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আসা ফায়ার সার্ভিস কর্মীরা শিশুদের সন্ধানে পানিতে নামেনি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা রায়হান আলী, আওয়াল হোসেন এবং এনছের আলী।

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, “আমরা পানিতে নামিনি এটা সঠিক। কারণ আমরা পানিতে নেমে উদ্ধার করার অভিজ্ঞ নই। সেজন্য ডুবুরি টিম রয়েছে।

“আমরা ডুবুরিদের খবর দেওয়ার পর শিশু দু’টি উদ্ধার হয়। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই। পরে পুলিশের সহায়তায় তাদের মরদেহ বুঝিয়ে দিয়ে এসেছি।”