ইউপি নির্বাচনে সহিংসতা: বরিশালেও একজন নিহত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে সহিংসতায় ভোলার পর বরিশালেও একজন নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 12:10 PM
Updated : 21 June 2021, 01:21 PM

সোমবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমার বিস্ফোরণে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত মৌজে আলী মৃধা (৬৫) খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত কাদের মৃধার ছেলে।

বোমা বিস্ফোরণ ও সংঘর্ষে আহত পাঁচ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, সকাল ৮টা থেকে খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল।

“দুপুর ১টার দিকে এক সদস্য প্রার্থীর সমর্থক অপ্রাপ্ত বয়স্ক কিশোর ভোট দিতে কেন্দ্রে ঢোকে। এ সময় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ এনে প্রতিবাদ জানান প্রতিপক্ষ সদস্য প্রার্থীর সমর্থকরা।”

ওসি বলেন, এনিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক এবং তর্ক থেকে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের রূপ নেয়।

এই সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে ওসি জানান।

ওসি আফজাল হোসেন আরও জানান, বোমার আঘাতে গুরুতর আহত হন ভোট দিতে আসা মৌজে আলী মৃধা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদস্য পদপ্রার্থী ফিরোজ মৃধা ও মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে বলে জানান ওসি আফজাল।

সোমবার সকালে ভোলার চরফ্যাশনেও দুই সদস্য প্রার্থীর মধ্যে একজন নিহত হয়েছেন।

সোমবার প্রথম ধাপে দেশের ২০৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।