সীমান্তবর্তী শেরপুর ‘রেড জোন হওয়ার শঙ্কায়’

করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধিতে সীমান্তবর্তী শেরপুর ‘রেড জোন’ অঞ্চলে পরিণত হওয়ার শঙ্কা করছেন জেলার সিভিল সার্জন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 05:34 PM
Updated : 20 June 2021, 05:34 PM

রোববার জেলার সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ বলেন, “বর্তমানে শেরপুর জেলা করোনা সংক্রমণের দিক থেকে কমলা জোনে রয়েছে, এভাবে বাড়তে থাকলে যে কোনো সময় রেড জোনে প্রবেশ করবে।”

মানুষজনকে আরও সতর্ক হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

সিভিল সার্জন অফিস থেকে বিকেলে দেওয়া স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, রোববার জেলায় ২৮০টি নমুনা পরীক্ষা করে ওই ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ২১ দশমিক ৭৮ শতাংশ।

তার মধ্যে ৫৫ জন শেরপুর সদর উপজেলার, ৩ জন শ্রীবরদী উপজেলার, ২ জন নকলা উপজেলার এবং ১ জন ঝিনাইগাতী উপজেলার।

এ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৭৮১ জন এবং মৃত্যু ঘটেছে ১৯ জনের।

বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৭ জন। শেরপুর জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা ৪০ জন। নমুনা পরীক্ষা প্রক্রিয়াধীন আছে ১৫৮টি।

জেলা প্রশাসন শেরপুর পৌর এলাকায় গত ১১ জুন ২ সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করলেও অধিকাংশ মানুষ তা মানছে না।