কুষ্টিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু শঙ্কাজনক হারে বাড়তে থাকায় কুষ্টিয়া জেলাজুড়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 04:46 PM
Updated : 20 June 2021, 04:46 PM

রোববার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২৫৬টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া এ সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন সাতজন রোগীর মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, “সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সবার দায়িত্ব পালন করা ছাড়া কোনো বিকল্প নেই।”