পাবনায় লাইন থেকে ক্রেন সরাল, আটকে পড়া ট্রেনে ৫ ঘণ্টা বিলম্ব

প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের আবার রেল যোগাযোগ শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 04:10 PM
Updated : 20 June 2021, 04:10 PM

রোববার সন্ধ্যা সোয়া ৬টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে লাইনটি চালু হয় বলে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান।

এরপর একে একে আটকা পড়া অন্য ট্রেনগুলো ছাড়ে। ঢাকা অভিমুখে যাওয়া যাত্রীবাহী তিনটি আন্তঃনগর ট্রেন ৫ ঘণ্টা দেরিতে চলাচল করছে।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের রেললাইনের স্লিপার বদলে নিয়োজিত ক্রেন উল্টে লাইনে উপর পড়ায় এ রেল যোগাযোগ বন্ধ ছিল।

ডিটিও আনোয়ার জানান, দুর্ঘটনার পর রিলিফ ট্রেনের অপেক্ষায় না থেকে ভাঙ্গুড়া পৌরসভা থেকে ভারী এস্কেভেটর এনে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ এর কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামের লোকজন মিলে ক্রেনটি সরিয়ে ফেলতে সক্ষম হয়।

প্রথমে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস সন্ধ্যায় চাটমোহর থেকে ঢাকার দিকে ছেড়ে যায়। পর মুলাডুলি থেকে দ্রুতযান এক্সপ্রেস, মাঝগ্রাম থেকে লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে ছেড়ে গেছে বলেন তিনি।