যমুনা নদীতে জালে পড়ল ৪৭ কেজি বাঘাইড় মাছ

পাবনায় যমুনা নদীতে জেলেদের জালে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 12:08 PM
Updated : 20 June 2021, 12:51 PM

রোববার সকালে পাবনার বেড়া উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি পাশের জেলা রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে নিয়ে ৫৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়েছে।

কালিদাস হালদারের বরাত দিয়ে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারী জানান, কালিদাস মাছটি ধরার পর বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশের দেলোয়ার হোসেনের আড়তে সকালে নিয়ে যান সেটি।

সেখানে নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ১২৫ টাকা দিয়ে মৎস্য ব্যবসায়ী নূরু শেখ মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে বলেন তিনি।

কাজীরহাট ঘাট এলাকার ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, মাছটি পাওয়ার পরপরই ওই জেলে দৌলতদিয়া ঘাটে গিয়ে তা বিক্রি করেন। সেখানকার নুরু শেখ মাছটি কিনে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।

কাজীরহাট ঘাট এলাকার রূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল হোসেন বলেন, এখন বর্ষা মৌসুমে নতুন পানির সাথে এ এলাকায় বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে।  

নাসির উদ্দিন ব্যাপারী জানান, ঢালারচরের এক পাশে যমুনা এবং আরেক পাশে পদ্মা নদী হওয়ায় এ এলাকার অধিকাংশ লোকজন মাছ ধরার কাজ করেন। বর্ষা মৌসুমের শুরুতে প্রায় প্রতিদিনই বড় বড় আইড়, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।