যশোরে করোনাভাইরাসে একদিনে ৬ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষায় ৭৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 09:03 AM
Updated : 20 June 2021, 09:13 AM

যশোর জেনারেল হাসপাতালে ওই ছয়জনের মৃত্যু হয় বলে হাসপাতালের তত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানান।

এছাড়া উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। একদিনে শনাক্তের হার ৩৮ শতাংশ বলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান।

ইতোমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিট রোগীতে পূর্ণ হয়ে গেছে। বর্তমানে সেখানে ৮৭ জন ভর্তি রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডের অবস্থাও একই।

স্বাস্থ্যবিভাগ নতুন করে ৪৫ শয্যার আরেকটি ওয়ার্ড প্রস্তুত করেছে বলে জানান আবু শাহীন।