করোনাভাইরাস: বাগেরহাটে শনাক্ত আরও ৬৮, দুইজনের মৃত্যু

বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়েছে; জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 05:41 AM
Updated : 20 June 2021, 05:41 AM

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

যে দুজন মারা গেছেন, তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান সিভিল সার্জন।

বাগেরহাট জেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৪ জনে, তাদের মধ্যে ৬৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৭০০ জন।

সিভিল সার্জন জানান, গত মাসে নতুন করে সংক্রমণ বৃদ্ধির পর জেলায় দৈনিক শনাক্তের হার ৭৩ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন তা ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

“বাগেরহাটে দুই সপ্তাহ ধরে শনাক্তের হার বেশি। মোংলা, রামপাল, ফকিরহাট ও বাগেরহাট পৌরসভা এলাকা এখন কোভিড হটস্পট হয়ে উঠেছে।”

গত ২৪ ঘণ্টায় মোংলা উপজেলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, সেখানে শনাক্তের হার ৪৫ শতাংশ বলে জানান তিনি।

ঢিলেঢালা ‘লকডাউন’

জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় লকডাউনের বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে।

বিধিনিষেধের মধ্যেই সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে; হাটবাজারে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। নৌকায় গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

প্রশাসনের আরোপিত এই বিধিনিষেধ আগামী ২৩ জুন পর্যন্ত চলবে বলে মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানিয়েছেন।