গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাসায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পরিবার জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2021, 04:59 PM
Updated : 19 June 2021, 04:59 PM

ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার বিকালে ও সন্ধ্যায় তারা মারা যান বলে মায়ের ভগ্নিপতি সাইফুল ইসলাম জানিয়েছেন।

সাইফুল ইসলাম বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মা সোনিয়া এবং সন্ধ্যা ৭টার দিকে মেয়ে হুমাসার মৃত্যু হয়। মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মেয়ের মৃত্যুর খবর আসে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়ির পাঁচ তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে আগুন লাগলে মা সোনিয়া জান্নাত (২৫) ও মেয়ে হুমাসা জান্নাত (২) দগ্ধ হয়।

এ সময় পরিবারের অপর সদস্য সোনিয়ার স্বামী গোলাম মোস্তফা কর্মস্থলে ছিলেন।

আগুনে মায়ের শরীরের ৫০ শতাংশ এবং মেয়ের শরীরে ৬৫ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসক জানান।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, “ধারণা করা হচ্ছে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”