রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

রাজশাহীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2021, 11:52 AM
Updated : 19 June 2021, 11:52 AM

প্রথম দিন শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২১০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, এই মেয়াদে শিক্ষার্থীরা সবাই চীনা টিকে পেয়েছেন। পর্যায়ক্রমে রাজশাহীর অন্য সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। রোববার রাজশাহী বারিন্দ ও সোমবার ইসলামী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

পরিচালক বলেন, মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই তাদের টিকা দেওয়া হচ্ছে। রাজশাহীর তিনটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সবাইকে টিকা দেওয়া হবে।