কোভিড-১৯: ফরিদপুরে ৬ মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ঘণ্টায় ছয়জন কোভিড রোগীর প্রাণ গেছে। এখন পর্যন্ত এটিই এক মাসের সর্বোচ্চ মৃত্যু।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2021, 10:00 AM
Updated : 19 June 2021, 10:00 AM

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার জানান, শুক্রবার সকাল থেকে শুনিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়  তাদের মৃত্যু হয়। এদের মধ্যে চার নারী ও দুই পুরুষ। তারা হাসপাতালের আইসিইউয়ে ভর্তি ছিলেন।

মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার জোসনা বেগম (৪৫), সিরিয়া বেগম (৬৫), বোয়ালমারীর আবুল হোসেন (৭০), ফরিদপুর সদরের ফজলুর রহমান (৪৮), ভাটিলক্ষ্মীপুরের আজিজুর শেখ (৫২) ও রাজবাড়ীর আক্তারি (৩৫)।

অনন্ত বলেন, মৃত্যুর দিক দিয়ে গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১৬টি নমুনা পরী্ক্ষা করে ৭৯ জনের শরীরে কোভিড এর সংক্রমণ ধরা পড়েছে।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জনিয়েছেন।