শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার দুই সফরসঙ্গীকেও একই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমানের আদালতে হাজির করা হয়েছে বলে আরএমপি কর্মকর্তা জানিয়েছেন।
তারা দুজন হলেন, আবু মুহিত আনছারী এবং গাড়িচালক আমির উদ্দিন।
রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ত্ব-হা নিখোঁজের ঘটনায় তার মায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে।
“এখন আদালতই এ বিষয়ে করণীয় ঠিক করবে।”
তিনি আরও জানান, আবু ত্ব-হার সঙ্গে থাকা আরেক সফরসঙ্গী ফিরোজ আলম বগুড়ায় আছেন। বিষয়টি বগুড়া পুলিশকে জানানো হয়েছে।
গত ১০ জুন রাত থেকে কোনো খোঁজ মিলছিল না আবু ত্ব-হা এবং তার সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ এবং গাড়িচালক আমির উদ্দিনের। শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর মাস্টার পাড়া এলাকায় প্রথম স্ত্রী হাবিবা নূরের বাবার বাড়িতে উপস্থিত হন ত্ব-হা। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।