লাউয়াছড়া বনে গাছ পড়ে দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাছ পড়ে দুই ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকার পর আবার চলাচল স্বাভাবিক হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 03:30 PM
Updated : 18 June 2021, 03:30 PM

শুক্রবার রাত ৮টার দিকে জানকীছড়ায় পাহাড় থেকে ভেঙে পড়া গাছ সরানোর পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান।

কমলগঞ্জ থানা উপ-পরিদর্শক বিজয় প্রসাদ দেবনাথ জানান, সন্ধ্যা ৬টায় লাউয়াছড়ার জানকীছড়ায় বড় একটি গাছ রাস্তার উপর ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পাশে অনেক গাড়ি আটকা পড়ে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গাছটি সরায়। সরিয়ে তারা রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করে দেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সন্ধ্যায় বনের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায়। মাটি সরে গাছটি উপড়ে রাস্তায় উপর পড়ে। অপর একটি গাছ ভেঙে উপরে আটকে থাকে।

তিনি জানান, এর আগেও লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া এ রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছে বেশ কয়েকবার। গাড়ির উপর গাছ পড়ে মানুষও মারা গেছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, তারা রাস্তায় পড়ে থাকা বিশাল গাছটি টুকরো টুকরো করে সরিয়ে দেন। তবে ভেঙে পড়া অপর একটি গাছ দুই পাহাড়ে আটকে থাকায় সরাতে পারেননি তারা।