নওগাঁয় দরিদ্র পরিবারের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ

‘জায়গাজমির বিরোধের’ জেরে নওগাঁর ধামইরহাটে একটি দরিদ্র পরিবারের সদস্যদের মারধর করে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 04:34 PM
Updated : 17 June 2021, 04:34 PM

আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বুধবার বিকালে ও রাতে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় ওই গ্রামের খাজামদ্দিন বুধবার রাতেই স্থানীয় অফিজ উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, রঘুনাথপুর গ্রামের খাজামদ্দিনের সঙ্গে একই গ্রামের অফিজ উদ্দিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।

এর জের ধরে বুধবার বিকালে খাজামদ্দিনের বাড়িতে অফিজ উদ্দিন ও তার সহযোগীদের কথাকাটাকাটি হয়; এক পর্যায়ে প্রতিপক্ষের মারধরে খাজামদ্দিন (৬০) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫০) আহত হন বলে অভিযোগে বলা হয়।

গ্রামবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

খাজামদ্দিনের মেয়ে ডলি বানু বলেন, “ওই রাতে আমি নিজে বাদী হয়ে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর আমি আমার বাবা ও মার সঙ্গে হাসপাতালে ছিলাম। বাড়িতে শুধু আমার বৃদ্ধা দাদি খোতেজা বেগম ছিলেন।”

তিনি আরও বলেন, “বুধবার রাতে আমার দাদির ঘরটি দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে। এ সময় দাদি অন্য ঘরে থাকায় প্রাণে বেঁচে গেছেন।”

মারধরের ঘটনায় অভিযোগ দায়েরের পর দাদির ঘরে আগুন দেওয়ার বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন ডলি বানু।

ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।