পঞ্চগড়ের ডিসির স্কুলপড়ুয়া ছেলেও আক্রান্ত

পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসকের ছেলেসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 12:21 PM
Updated : 17 June 2021, 12:21 PM

বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, গত ১২, ১৪ ও ১৬ জুন সংগ্রহ করা ৪৪টি নমুনার পরীক্ষার ফলাফল বুধবার রাতে পাওয়া যায়। এতে ১২ জনের করোনা পজিটিভ আসে।

“৪৪টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ। এটি এ বছর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা।এর আগে গত বছরের ১৮ জুলাই ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।“

তিনি জানান, এ বছর এ রোগে মোট আক্রান্ত হয়েছে ১০৪ জন। বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে দুজনসহ হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।

গত বছর এ জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, তেতুঁলিয়ায় ১ জন, আটোয়ারীতে ২ জন, বোদায় ২ জন এবং দেবীগঞ্জে ৪ জন রয়েছে।

তিনি জানান. জেলা প্রশাসকের মাধ্যমিকস্কুল পড়ুয়া একমাত্র ছেলের অবস্থা অনেকটা স্বাভাবিক আছে। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, বুধবার আমার ছেলের করোনা পজিটিভ এসেছে। তার শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক। তাকে বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।