দিনাজপুরে একদিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৫

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে তিন কোভিড-১৯ রোগীর মৃত্যু এবং আরও ২৭৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 10:27 AM
Updated : 17 June 2021, 10:27 AM

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের দিন চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়। আর নতুন আক্রান্ত ২৭৫ জনের মধ্যে সদর উপজেলার ১৯০ জন।

জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, জেলায় চলতি মাসে মোট আক্রান্ত হয়েছে ৯১২ জন; যার মধ্যে সদরের ৬৬২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৯ জনের; যার ১২ জনই সদর উজেলার।

“২৪ ঘণ্টায় এত বিপূল সংখ্যক কোভিড আক্রান্তের রেকর্ড জেলায় এটাই প্রথম। এর আগে ২৪ ঘণ্টায় জেলায় এত আক্রান্তের রেকর্ড নেই।“

এদিকে দিনাজপুর সদর উপজেলায় চলমান লকডাউনের দ্বিতীয় দিনে দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষকে শহরের বিভিন্ন স্থানে চলাফেরা করতে দেখা গেছে।

চলমান কঠোর বিধি নিষেধের আওতায় মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ হালকা যানবাহন কিছুটা কম চললেও ব্যাটারি চালিত অটোরিকশা অবাধে চলাচল করছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে সদর উপজেলায় আগামী ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।