কোভিড-১৯: মেহেরপুরে দুজনের মৃত্যু

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 06:45 AM
Updated : 17 June 2021, 06:45 AM

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মকলেছুর রহমান পলাশ জানান, বৃহস্পতিবার সকালে কোভিড ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- গাংনী উপজেলার মটমুরা গ্রামের আব্দুল হান্নান ও সদর উপজেলার রাজনগর গ্রামের তাহেরা খাতুন।

মকলেছুর বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারদিন আগে হান্নান ও তাহেরা হাসপাতালে ভর্তি হন; তাদের শ্বাসকষ্ট ছিল।

“দুজনের মধ্যে একজন ভোরে এবং একজন সকাল ১০টার দিকে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন নাসির উদ্দিন জানান।

তিনি বলেন, জেলায় গত ৩ দিনে ১০৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। জেলায় দৈনিক শনাক্তের হার ৪০ শতাংশের বেশি।

“ভয়াবহ আকারে সংক্রমণের কারণে জেলার ৩টি গ্রামে ‘কঠোর লকডাউন’ দেওয়া হয়েছে। গতকাল এই জেলায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।”

এছাড়া গত ৩ মাসে জেলায় বর্তমানে ২৯১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই সীমান্ত গ্রামের মানুষ বলে জানান সিভিল সার্জন।