বাগেরহাটে নতুন কোভিড শনাক্ত ৭৩

বাগেরহাটে একদিনে ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছ; মারা গেছে একজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 01:54 PM
Updated : 16 June 2021, 01:54 PM

এর মধ্যে জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় ১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার জেলার সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ২১২টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এই হিসাবে জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩৪ শতাংশ।

এটি আগের ২৪ ঘণ্টায় শনাক্তের তুলনায় ৫ শতাংশ কম বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

ডা. কে এম হুমায়ুন কবির আরও জানান, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৩টি নমুনা পরীক্ষায় ১৫টি পজিটিভ হয়েছে। এই হিসাবে মোংলায় শনাক্তের হার ৬৫ শতাংশ। এটি আগের ২৪ ঘণ্টার তুলনায় ৪৩ শতাংশ বেশি।

মোংলায় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ছে বলে মনে করেন সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, এই নিয়ে বাগেরহাট জেলায় সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা হলো দুই হাজার ৩৩৫। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬০০ জন। মারা গেছেন ৫৯ জন।