নওগাঁয় বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ

করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে নওগাঁয় চলামান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 09:04 AM
Updated : 16 June 2021, 09:04 AM

বুধবার নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, জেলায় করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলমান বিধিনিষেধের আরোপিত সময়সীমা আগামী ২৩ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো বাড়ানো হয়েছে।

এর আগে গত ৯ জুন দুপুরে নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জেলায় সার্বিক কার্যাবলী ও চলাচলে ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নওগাঁয় ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনাভা্ইরাস শনাক্ত হয়েছে বলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান।

এ সময় চিকিৎসাধীন অবস্থায় জেলার নিয়ামতপুর উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে জেলায় মোট ৫৬ জনের মৃত্যু হল।

হারুন বলেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সংখ্যা ৩ হাজার ১৬১ জন; এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১২ জন। বর্তমানে ২ হাজার ৩০৮ জন হোম কোয়ারেন্টিনে এবং ৬৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আর আইসোলেশনে রয়েছেন ৪৩ জন।

জেলায় দৈনিক শনাক্তের হার ২২শতাংশ বলে জানান তিনি।