জয়পুরহাটে ‘ভাগ্নের হাতে’ মামা খুন

জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে ভাগ্নের ছুরির আঘাতে মামা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 07:09 AM
Updated : 16 June 2021, 07:14 AM

জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান, বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনায় নিহত মোস্তাক হোসেন (৩৪) ওই এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পারিবার জানায়, কয়েক মাস আগে ভাগ্নে রাজু আহম্মেদ মামা মোস্তাককে ২০ হাজার টাকা ধার দেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মামা-ভাগ্নের মধ্যে বাতবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু ঘর থেকে ধারাল ছুরি এনে মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন।

এ সময় একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে রাজুর খালাত ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম (১৮) মামাকে বাঁচাতে এগিয়ে গেলে রাজু তাকেও কুপিয়ে জখম করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী গিয়ে রাজুকে আটক করে পুলিশে খবর দেন।

রাজু জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

ওসি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মোস্তাককে মৃত ঘোষণা করেন। আর জিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।