গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ট্রাক ভাংচুরসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 05:22 AM
Updated : 16 June 2021, 05:22 AM

কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, বুধবার সকালে আমবাগ ব্রিজ এলাকায় কোহিনূর আক্তার (৩২) নামে এই শ্রমিক নিহত হন।

কোহিনূর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার নাজমুল ইসলামের স্ত্রী।

ওসি সিদ্দিক বলেন, আমবাগ এলাকায় তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থেকে এলাকার তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনূর। সকালে হেঁটে কারখানায় যাওয়ার পথে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনূর নিহত হন।

ওসি বলেন, এতে পোশাক শ্রমিকরা ক্ষুবদ্ধ হয়ে ট্রাকটি ভাংচুর করে এবং আমবাগ-সকাশ্বর আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনার পর পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।