নন-এমপিও ‘অনার্স’ শিক্ষকদের বেতন না দিলে ‘অধিভুক্তি বাতিল’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোর এমপিওভুক্তের বাইরে থাকা শিক্ষকদের বেতন দিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 05:28 PM
Updated : 15 June 2021, 06:08 PM

নন-এমপিও শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া না হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করে কলেজগুলোতে চিঠিও পাঠানো হয়েছে।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোতে অনার্স অধিভুক্তি দেয়ার আগে উক্ত কোর্সের জন্য নিয়োগ করা শিক্ষকদের বিষয়ে কলেজ কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে দিতে হবে।

“এই নির্দেশনা মানা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।“

আরও পড়ুন-