সিরাজগঞ্জ ও জামালপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু

বজ্রপাতে সিরাজগঞ্জে তিনজন এবং জামালপুরে একজন প্রাণ হারিয়েছে।

জামালপুর প্রতিনিধিসিরাজগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 04:57 PM
Updated : 15 June 2021, 04:57 PM

মঙ্গলবার সিরাজগঞ্জের তিন জায়গা শাহজাদপুর,উল্লাপাড়া ও কাজিপুরে এবং জামালপুরের সরিষাবাড়ীতে একজন করে বজ্রপাতে মারা যান।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া গ্রামের আলীর ছেলে আতিক হোসেন (৩২), শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের মো. নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৫),কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের পূর্বজজিরা গ্রামের কাইঞ্চা মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম (৫০) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের আজমত আলীর ছেলে শিবলু মিয়া (২২); যিনি জামালপুরের সরিষাবাড়ীতে মারা যান।

মঙ্গলবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায়  ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিবলু মিয়ার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান।

ইউপি চেয়ারম্যান জানান, নিহত শিবলু কয়েকদিন আগে বনগ্রামে তার শ্বশুর লাল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকালে শ্বশুর বাড়ির লোকদের সাথে মাঠে ফুটবল খেলতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে প্রচণ্ড বজ্রপাতে তিনি আহত হন।

গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনি ও জীবন নামে আরও দুজন আহত হয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। এরআগে বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং উল্লাপাড়ায় বজ্রপাতে মারা যায় আরও দুই কৃষক।

কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, নিশ্চিতপুর নৌকা ঘাট থেকে খড়ের গাদা সরানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল ইসলাম।

এর আগে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, বিকেলে জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আতিক হোসেনের মৃত্যু হয়।

এছাড়া শাহজাদপুর থানার ওসি সাহিদ মাহমুদ জানান, বিকেল ৩টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে নজরুল ইসলাম খড় শুকানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গত আড়াই মাসে দেশে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে জুনের প্রথম সপ্তাহেই মারা গেছেন ৬৫ জন।

এ বছর বজ্রপাতের ‘হট স্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় মে এবং জুন মাসের প্রথম সপ্তাহে মারা গেছেন ১৮ জন।

বজ্রপাতের তথ্য সঙ্কলনকারী সেইভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের পক্ষ থেকে গত শুক্রবার সংবাদ সন্মেলন করে এ পরিসংখ্যান তুলে ধরা হয়। মঙ্গলবারের এ তিনজন মিলে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১ জন।