নওগাঁয় একদিনে ৭২ জনের কোভিড শনাক্ত

নওগাঁয় একদিনে ৭২ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 03:40 PM
Updated : 15 June 2021, 03:40 PM

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গেছেন।

এরা হলেন রাণীনগরের সাহিদা খাতুন (৭৫) ও নিয়ামতপুরের আয়ুবউদ্দিন (৭৫)।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসাবে শনাক্তের হার ২৫.৬২ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২০৭ জন। মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২১৯২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৫ জন। আইসোলেশনে আছেন ৫৭ জন।

নওগাঁয় সাত দিনের লকডাউন শেষে গত বৃহস্পতিবার থেকে ১৫ বিধিনিষেধ জারি করে রাস্তাঘাট থেকে পুলিশের চেক পোস্ট তুলে নিয়ে দোকানপাট, শপিংমল খুলে দেওয়া হয়েছে।

নওগাঁ শহরের রাস্তাঘাটে জনসাধারণ ও যানবাহনের চলাচল আগের চেয়ে বেড়েছে। মানুষজনের মাস্ক পরার প্রবণতা কিছুটা বেড়েছে।

ঈদের পর থেকে সীমান্ত জেলা নওগাঁয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায়  গত বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার [১০ জুন] রাত ১২টা থেকে ১৬ জুন রাত ১২টা পর্যন্ত জেলায় ১৫ বিধিনিষেধ জারি করেছেন।