চাঁপাইনবাবগঞ্জে একদিনে কোভিডে মারা গেছে ৩ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে; আক্রান্ত হয়েছে ৪৯ জন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 02:01 PM
Updated : 15 June 2021, 02:01 PM

জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের নমুনায় ৪৯ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়; এই হিসাবে শনাক্তের হার ১১ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন জন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৭ জন মারা গেছে বলে তিনি জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতালে আইসিইউ নেই, একটা হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও পাঁচ হাজার ১০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাংক আছে।

জেলায় হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে ১৪ দিনের লকডাউন এবং ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন।